ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

বালির ট্রলির নিচে চাপা পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

বালির ট্রলির নিচে চাপা পড়ে সোলাইমান হোসেন (১০) নামে এক মাদরাসা শিশুর মৃত্যু হয়েছে। সে যশোরের মণিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সোলাইমান মাদানিনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রহমান মোড়ে ঘটনাটি ঘটে।


স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাদরাসা থেকে ছুটিতে বাড়ি আসে সোলাইমান। শুক্রবার সকালে মোহনপুর থেকে নিজেদের একটি ট্রলিতে বালি বোঝাই করে সাড়াপোল এলাকায় যাচ্ছিল চালক। আনন্দ করে সেই ট্রলিতে চড়ে দুই বন্ধুর সাথে যায় সোলাইমান। ট্রলিটি কালারহাটের রহমান মোড়ে পৌঁছলে রাস্তার উপর পড়ে যায় সে। তখন ট্রলির চাকা সোলাইমানের পেটের উপর উঠে যায়।


স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পথে শিশুটির মৃত্যু হয়েছে।

ads

Our Facebook Page